মানিকগঞ্জের সাটুরিয়ায় মাস্ক না পড়ে বাইরে ঘুরে বেড়ানোর দায়ে সাত পথচারীকে জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ-জোহরা তাদের জরিমানা করেন।
Advertisement
বুধবার (৩ জুন) দুপুরে সাটুরিয়া বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সাতজনের কাছ থেকে তিন হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা ফাতেমাতুজ-জোহরা বিষয়টি নিশ্চিত করে জানান, তিনজন ট্রাকচালক, দুইজন ক্রেতা ও দুই মোটরসাইকেল আরোহী মাস্ক না পরে বাইরে ঘুরে বেড়াচ্ছিলেন। সরকারি আদেশ অমান্য করার দায়ে তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।
বি.এম খোরশেদ/আরএআর/পিআর
Advertisement