জাতীয়

কঙ্গোতে বিমান বাহিনীর মেডেল প্যারেড অনুষ্ঠিত

কঙ্গোতে মিশনে থাকা বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্ট সমূহের ‘জাতিসংঘ মেডেল প্যারেড’অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত প্যারেডটিতে নেতৃত্ব দেন বিমান বাহিনীর উইং কমান্ডার এম আব্দুল আহাদ। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে এয়ার কমডোর এম আমিনুল ইসলামের নেতৃত্বে বিমান বাহিনীর ৩টি কন্টিনজেন্টের ৩৫৭ জনশান্তিরক্ষী ফোর্স কমান্ডারের কাছ থেকে জাতিসংঘ মেডেল গ্রহণ করেন। এসময় শান্তিরক্ষা অপারেশনে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ ইউটিলিটি এভিয়েশন ইউনিটকে ‘ফোর্স কমান্ডার সাইটেশন’ প্রদান করা হয়। প্যারেড পরিদর্শন ও মেডেল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কঙ্গোর শান্তিরক্ষা বাহিনীর ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কার্লোস আলবার্তো ডস সান্তোস ক্রুজ। উল্লেখ্য, গত ১২ বছর ধরে বিমান বাহিনীর ৬ হেলিকপ্টার, ১ টি পরিবহন বিমানসহ বাংলাদেশ বিমান বাহিনীর কন্টিনজেন্টসমুহ কঙ্গোর শান্তিরক্ষা মিশনে কাজ করছেন। এআর/এসএইচএস/আরআইপি

Advertisement