রাজনীতি

বিএনপি জামায়াত জান মালের ক্ষতি করেছে : নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচন প্রতিহতের নামে বিএনপি জামায়াত নিরীহ মানুষ খুন, জ্বালাও-পোড়াও করে জনেণের জানমালের ক্ষতিসাধন করেছেন। আর এ কারণেই জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আজ বিএনপি জামায়াতকে আস্তাকুড়ে নিক্ষেপ করেছে সাধারণ মানুষ। বিএনপির নেতাকর্মীরা এখন মিথ্যা বক্তব্য দিচ্ছেন। কিন্তু বাংলার মানুষ আর তাদের কোনো কথাই বিশ্বাস করে না। মন্ত্রী আরো বলেন, ২০১৯ সালের নির্বাচন হবে। সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। সেই নির্বাচনে আবারও জনগণের রায় নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনার দুর্গমচর নাটুয়ারাপাড়া ডিগ্রি কলেজ মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। নাটুয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায়  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক উদ্দিনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন, সাবেক এমপি তানভীর শাকিল জয়, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক নুর হোসেন তালুকদার, স্বাস্থ্য প্রকৌশল  অধিদফতরের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল আহমেদুল কবীর, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল প্রমুখ।  মোহাম্মদ নাসিম আরো বলেন, আওয়ামী সরকারের উন্নয়নের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনৈতিক অবস্থার কারণে দেশ এখন মধ্যবিত্ত আয়ের দেশে পরিণত হতে চলেছে। যে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে নন্দিত হয়েছেন। তিনি আইসিটি ও চ্যাম্পিয়ন অফ দ্যা আর্থ পুরস্কার পেয়ে বাংলাদেশকে বিশ্ব সবায় উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কাজে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য জনগণের প্রতি মন্ত্রী আহ্বান জানান। মন্ত্রী হেলিকপ্টারযোগে ঢাকা থেকে কাজীপুরের মনসুর নগর ইউনিয়নের কুমারিয়াবাড়িতে পৌঁছান। সেখানে সাড়ে চার কোটি টাকা ব্যয়ে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে তিনি নাটুয়ারপাড়ায় আরো একটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এর পর প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে পুলিশ ফাঁড়ি ও নাটুয়ারপাড়া কলেজের ত্রিতল ভবনের উদ্বোধন শেষে জনসবায় যোগ দেন। জনসভা শেষে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে কাজিপুর ত্যাগ করেন।  বাদল ভৌমিক/এমজেড/আরআইপি

Advertisement