রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) স্থাপত্য শাখার এক কর্মকর্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। গত সোমবার তিনি নমুনা পরীক্ষা করান। এরপর ফলাফল পজিটিভ আসায় রাজউকের এনেক্স ভবনের ৪র্থ তলার একাংশ লকডাউন করে দেওয়া হয়।
Advertisement
নাম প্রকাশে অনিচ্ছুক রাজউকের এক কর্মকর্তা বলেন, ওই ঘটনার পর রাজউকের কয়েকজন কর্মকর্তা বর্তমানে বাসায় কোয়ারেন্টিনে আছেন। অন্যরাও সতর্ক অবস্থায় আছেন যারা তার সংস্পর্শে এসেছিলেন।
জানা গেছে, যিনি করোনায় আক্রান্ত হয়েছেন তিনি সাধারণ ছুটির শুরু থেকেই নিজ বাসা থেকে বের হননি। কিন্তু ঈদের আগেরদিন বাসায় তার এক বন্ধু এসেছিলেন। ঈদের পর ওই বন্ধুর কোভিড-১৯ ধরা পড়ার বিষয়টি জানতে পারেন তিনি। এরপর নিজের নমুনা পরীক্ষা করতে দেন, পরে পরীক্ষার ফলাফলে জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ৭০৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৯১১ জন। যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ৪৪৫ জনে।
Advertisement
মঙ্গলবার (২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।
এএস/এমআরএম