ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে করোনাভাইরাসে মৃত এক ব্যক্তির শেষকৃত্য অনুষ্ঠানে হামলা করেছে উত্তেজিত একদল গ্রামবাসী। পরে শ্মশানের চিতা থেকে অর্ধ-পোড়া মরদেহ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে রক্ষা পায় নিহত ব্যক্তির স্বজনরা।
Advertisement
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, শেষকৃত্য অনুষ্ঠানে হামলার এ ঘটনা ঘটেছে জম্মুর দোদা জেলায়। করোনায় মৃত ৭২ বছর বয়সী এক ব্যক্তির স্বজনরা মেডিক্যাল প্রতিনিধি ও রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের উপস্থিতিতে শ্মশানে শেষকৃত্য শুরু হয়। উত্তেজিত একদল গ্রামবাসী হামলা চালিয়ে শেষকৃত্য অনুষ্ঠান ভণ্ডুল করে দেয়।
পরে অর্ধ-পোড়া দেহ নিয়ে প্রশাসনের সহায়তা অন্য একটি স্থানে ওই ব্যক্তির শেষকৃত সম্পন্ন করা হয়। প্রশাসনের কর্মকর্তারা সেখানে উপস্থিত থাকলেও জনতাকে ঠেকানোর কোনও উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন ওই ব্যক্তির এক ছেলে।
তিনি বলেন, অ্যাম্বুলেন্সের চালক এবং অন্য কর্মচারীরা আমাদের অনেক সহায়তা করেছে। করোনাভাইরাসে মৃতদের শেষকৃত্যের জন্য সরকারের একটি সুন্দর পরিকল্পনা থাকা দরকার বলে মন্তব্য করেন।
Advertisement
এসআইএস/এমআরএম