দেশজুড়ে

শরীয়তপুর সদর হাসপাতা‌লের দুই নার্স ক‌রোনায় আক্রান্ত

শরীয়তপুর সদর হাসপাতালের দুইজন নার্স করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (০২ জুন) রাতে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুনীর আহ‌মেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তি‌নি বলেন, ওই দুইজন নার্স সদর হাসপাতা‌লের ক‌রোনা আই‌সো‌লেশন ওয়া‌র্ডে কর্মরত ছি‌লেন। গত ২৯ মে তা‌দের নমুনা সংগ্রহ ক‌রে ঢাকা‌য় পাঠা‌নো হয়। মঙ্গলবার তা‌দের ক‌রোনা ফলাফল পজি‌টিভ আ‌সে। তা‌দের সদর হাসপাতা‌লের দু‌টি ওয়া‌র্ডে রাখা হ‌য়ে‌ছে।

শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের জেলা করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আবদুর রশিদ বলেন, গত ২৪ ঘণ্টায় দুই নার্সসহ জেলায় নয়জন করোনায় আক্রান্ত হ‌য়ে‌ছেন। এর ম‌ধ্যে ভেদরগঞ্জ উপ‌জেলার ছয়গাও ইউ‌নিয়‌নের চারজন, সদর উপ‌জেলার রুদ্রকর ইউ‌নিয়‌নের একজন, জা‌জিরা উপ‌জেলার জা‌জিরা ইউ‌নিয়‌নের একজন, জা‌জিরা পৌরসভায় একজন ও সদর হাসপাতা‌লের দুইজন নার্স। আর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন পাঁচজন। এ‌দের ম‌ধ্যে গোসাইরহাট উপ‌জেলায় দুইজন, সদর উপ‌জেলায় একজন, ভেদরগঞ্জ উপ‌জেলায় একজন ও ডামুড‌্যা উপ‌জেলায় একজন।

তি‌নি আরও বলেন, জেলায় মোট ১৩৬ জন করোনা আক্রান্তদের মধ্য থেকে স্বাস্থ্য বিভাগের পরিচর্যায় চিকিৎসা নিয়ে ৬২ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। এ পর্যন্ত জেলায় ২ হাজার ৯০১ জনের নমুনা সংগ্রহ করা হয়। ২ হাজার ৬৯৬ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। আর করোনা আক্রান্ত হ‌য়ে জেলায় মারা গেছেন তিনজন। বর্তমা‌নে শরীয়তপুর সদর হাসপাতা‌লে প্রা‌তিষ্ঠা‌নিক আই‌সো‌লেশন ওয়া‌র্ডে র‌য়ে‌ছেন একজন।

Advertisement

মো. ছ‌গির হো‌সেন/এএম/পিআর