দেশজুড়ে

সৈয়দপুরে করোনা উপসর্গ নিয়ে নারীসহ দুইজনের মৃত্যু

নীলফামারীর সৈয়দপুরে করোনা উপসর্গ নিয়ে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলেমুল বাশার।

Advertisement

এ নিয়ে সৈয়দপুরে তিনজনের মৃত্যু হলো। নতুন করে এই দুই মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেলে কলেজের পিসিআর পরীক্ষাগারে পাঠানো হলে রির্পোট এখনও পাওয়া যায়নি। মৃত ব্যক্তিরা হলেন জিয়া উদ্দিন ও সামছুন্নার ওরফে শাহানাজ বেগম।

সূত্রমতে, করোনা উপসর্গে সৈয়দপুর শহরের নয়াটোলা মহল্লার জিয়া উদ্দিনের (৩০) নমুনা সংগ্রহ করা হয় ১ জুন সোমবার সকালে। রাতে তার অবস্থা অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় তিনি মারা যান। তার মরদেহ সৈয়দপুরে এনে দুপুরের আগেই স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়।

অপরজন সৈয়দপুর শহরের রসুলপুল মহল্লার সামছুন্নার ওরফে শাহানাজ বেগম(৫০)। স্বাস্থ্য বিভাগ ৩১ মে রোববার তার নমুনা সংগ্রহ করেছিল। সোমবার (১ জুন) সন্ধ্যার পর নিজ বাড়িতে তার মৃত্যু হয় এবং রাতেই স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়। এর আগে রোববার (৩১ মে) বেলা তিনটার দিকে করোনা উপসর্গ নিয়ে মারা যান সায়িদুজ্জামান সাঈদ (৩০)। তার নমুনা নেয়া হয়েছিল ২৮ মে। তার মৃত্যুর একদিন পর ১ জুন সোমবার নমুনার রির্পোটে করোনা পজিটিভ আসে।

Advertisement

নীলফামারীর সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন জানান, করোনা পজিটিভ হয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা ৪ জনের দাঁড়িয়েছে। নতুন করে সৈয়দপুরে যে দুইজন মারা গেছেন তাদের নমুনার রির্পোট পাওয়া গেলে জানা যাবে তারা করোনা পজিটিভ ছিলেন কিনা? প্রসঙ্গত, নীলফামারী জেলায় এ পর্যন্ত করোনা পজিটিভ রোগীর সংখ্যা ১৪৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ জন।

জাহিদ/এমএএস/পিআর