রাজনীতি

দুর্যোগের দায় যাত্রীরা বহন করবে না : বাম ঐক্যফ্রন্ট

বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে বাম ঐক্যফ্রন্ট। একই সঙ্গে দুর্যোগের দায় যাত্রীরা বহন করবে না বলেও উল্লেখ করেছে সংগঠনটি।

Advertisement

বাম ঐক্যফ্রন্ট বিবৃতিতে জানায়, দুর্যোগের দায় যাত্রীদের ওপর চাপিয়ে সরকার প্রমাণ করেছে, তারা মালিকপক্ষের স্বার্থে কাজ করছে। একই সঙ্গে সরকার তার গণবিরোধী স্বরূপ ফের উম্মোচন করেছে।

বিবৃতিতে নেতারা ৬০ শতাংশ বর্ধিত বাসভাড়া প্রত্যাহার ও পুনরায় লকডাউন ঘোষণার দাবি জানান। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় বেসরকারি হাসপাতাল রিকুইজিশন করে করোনা চিকিৎসা প্রসারিত করারও দাবি জানানো হয়।

মঙ্গলবার(২ জুন)বাম ঐক্যফ্রন্টের সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দীন আহম্মদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাহবুব) আহ্বায়ক সন্তোষ গুপ্ত, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক কমরেড সরওয়ার মুর্শেদ এবং কমিউনিস্ট ইউনিয়নের আহ্বায়ক ইমাম গাজ্জালী এ বিবৃতি দেন।

Advertisement

বিবৃতিতে তারা বলেন, যখন করোনা মহামারি আকরে ছড়িয়ে পড়েছে, তখনই লকডাউন তুলে দিয়ে সরকার দেশবাসীকে চরম ঝুঁকিতে ঠেলে দিয়েছে। সরকারের অপরিণামদর্শী সিদ্ধান্ত ও পদক্ষেপ সমূহ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

হাসপাতালে রোগীর ভিড়, চিকিৎসা নেই। ভেন্টিলেশন খুবই অপর্যাপ্ত। সেবা না পেয়ে রোগীরা ছটফট করছে। সামাজিক দূরত্ব মানা যাচ্ছে না। নতুন রোগী ভর্তি করা হচ্ছে না। গাণিতিক হারে বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে অফিস-আদালত, দোকানপাট, উপাসনালয় ও গণপরিবহন খুলে দেয়া হচ্ছে। দুর্যোগের দায় যাত্রীদের ওপর চাপিয়ে বাসের ভাড়া বাড়ানো হয়েছে।

এফএইচএস/এএইচ/এমএস

Advertisement