আন্তর্জাতিক

ফিলিপাইনে দুই চীনা কূটনীতিককে গুলি করে হত্যা

ফিলিপাইনের সেবু নগরীতে একটি রেস্তোরাঁয় দুই চীনা কূটনীতিককে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার বেলা দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই চীনা নাগরিককে আটক করেছে পুলিশ। খবর রয়টার্স। পুলিশ জানিয়েছে, দেশটির সেবু নগরীর জনপ্রিয় ওই রেস্তোরাঁয় কূটনীতিকেরা খাবার খাচ্ছিলেন। এ সময় বন্দুকধারীর গুলিতে চীনের কনস্যুলেটের ডেপুটি কনসাল ও অর্থবিষয়ক কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া হামলায় সং রংঘুয়া নামে অপর একজন কনসাল জেনারেল আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে পুলিশের মুখপাত্র প্রুডেনসিও বানাস জানিয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন দুই চীনা নারীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজনের স্বামী কনস্যুলেটের কূটনীতিক হিসেবে কাজ করেন। আটক অপর নারীও দূতাবাসে কাজ করেন।প্রুডেনসিও বানাস বলেন, ওই রেস্তোরাঁয় কূটনীতিকরা ও হামলাকারীরা একই সময়ে খাবার খাচ্ছিলেন। আমরা এ ঘটনার অাসল উদ্দেশ্য অনুসন্ধান করছি। তিনি বলেন, আটক চীনা নারীকে জিজ্ঞাসাবাদের জন্য একজন অনুবাদক দরকার।ম্যানিলায় অবস্থিত চীনা দূতাবাসের মুখপাত্র লি লিংজিয়াও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, দূতাবাস এ ঘটনার সত্যতা যাচাই করছে। খুব শিগগিরই এ বিষয়ে নতুন তথ্য জানানো হবে।এসআইএস/আরআইপি

Advertisement