জাতীয়

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিএসই কর্মকর্তার মৃত্যু

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ জ্বর ও কাশি নিয়ে মারা গেছেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রশাসন বিভাগের ম্যানেজার মো. করিম উল্লাহ। তার মৃত্যুর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (সিএসই) মামুন উর রশিদ।

Advertisement

তিনি বলেন, করিম উল্লাহ হার্ট অ্যাটাকে (হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) মারা গেছেন বলে আমি শুনেছি। ওনার করোনা পরীক্ষা করা হয়েছে কি না, সে বিষয়টি আমি জানি না।

তবে সিএসই সূত্রে জানা গেছে, করিম উল্লাহ মঙ্গলবার (২ জুন) সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না নিশ্চিত হতে হাসপাতাল কর্তৃপক্ষ পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে।

জানা গেছে, রোববার জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে সিএসইর এই কর্মকর্তা চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হন।

Advertisement

এমএএস/জেডএ/এমএস