দেশজুড়ে

করোনায় আক্রান্ত হওয়ার একদিন পরই মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শফিউর রহমান ( ৫৫) নামে এক করোনা আক্রান্ত রোগী মারা গেছেন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মঙ্গলবার দুপুরে তিনি মারা যান।

Advertisement

শফিউর রহমান নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাসিন্দা। তিনি নগরীর কুমারপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। করোনার উপসর্গ নিয়ে গত শনিবার তিনি রামেক হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেয়া হয়।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ভর্তির সময় তার করোনার সবগুলো উপসর্গই ছিল। শারীরিক অবস্থা ভালো ছিল না তার। তাই তাকে আইসিইউতে রাখা হয়। রোববার তার নমুনা সংগ্রহের পর সোমবার পরীক্ষা হয়। ওই দিনই তার করোনা সংক্রমণ ধরা পড়ে। এর একদিনই তিনি মারা গেলেন।

শফিউর রহমান মারা যাওয়ায় রাজশাহী বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়াল। আগে রাজশাহী, সিরাজগঞ্জ ও নওগাঁয় দুইজন করে এবং নাটোর ও বগুড়ায় একজন করে করোনায় মারা গেছেন। বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৯৬২ জনের করোনা শনাক্ত হয়েছে।

Advertisement

ফেরদৌস সিদ্দিকী/এএম/পিআর