খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) রাতে সাড়ে ১০টায় ফারুক হোসেন (৫২) নামের এক ব্যক্তি ও মঙ্গলবার (২ জুন) ভোর ৫টার দিকে তহমিনা (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়।
Advertisement
ফারুক হোসেন যশোরের ঝিকরগাছা থানার বেতখানা গ্রামের কিতাব আলীর ছেলে। আর তহমিনা যশোরের মনিপুর থানার গাংরা গ্রামের মজিবরের স্ত্রী।
খুলনার করোনা বিষয়ক মুখপাত্র মেডিসিন কনসালটেন্ট ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, করোনা উপসর্গ নিয়ে সোমবার বিকেল ফারুক হোসেন হাসপাতালে ভর্তি হন। পরে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। এছাড়াও তহমিনা সোমবার কিডনির সমস্যা নিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি হন। পরে শ্বাসকষ্ট বাড়লে রাতে তাকে আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়। ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়। তারা করোনা আক্রান্ত ছিলেন কি-না তা জানার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
আলমগীর হান্নান/আরএআর/জেআইএম
Advertisement