জাতীয়

সারাদেশে শিক্ষা ক্যাডারের ৩০তম ব্যাচের ত্রাণ বিতরণ

করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ৩০তম বিসিএস (সাধারণ শিক্ষা) ফোরাম। ফোরামের নেতৃবৃন্দ দেশব্যাপী দরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

Advertisement

অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে ফোরামের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (১ জুন) ঢাকাসহ সকল বিভাগীয় অঞ্চলে সমাজের নিম্ন আয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ফোরামের সভাপতি হাবিবুর রহমানের নেতৃত্বে ঢাকায় এবং প্রত্যেক বিভাগীয় অঞ্চলে বিভাগীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

৩০তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তারা ২০১২ সালের ৩০ জুন কর্মস্থলে যোগদান করেন। ২০ সালের ৩ জুন আট বছর পূর্ণ হবে। আট বছর পূর্তি উপলক্ষে ফোরাম ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করে।

Advertisement

ঢাকায় ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- ফোরামের সভাপতি হাবিবুর রহমান, কেন্দ্রীয় কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

খুলনা বিভাগীয় ইউনিটের পক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন খুলনা বিভাগীয় ইউনিটের সভাপতি মো. ইনামুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইবনুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক (কেন্দ্রীয়) মো. ফরিদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মো. নাসির উদ্দীন।

বরিশাল বিভাগীয় কমিটির ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সহ-সভাপতি জিএম জহিরুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম হোসেন খান। ময়মনসিংহ বিভাগীয় কমিটির ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সহ-সভাপতি এএসএম জামিল সরকার, দীপংকর দত্ত।

রাজশাহী বিভাগীয় কমিটির ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইমামুল মুত্তাকিন। চট্টগ্রাম বিভাগীয় কমিটির ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- উপদেষ্টা মো. শফিকুল ইসলাম।

Advertisement

এমএইচএম/বিএ/জেআইএম