আন্তর্জাতিক

মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুর ছেলে এখন প্রধানমন্ত্রী

কানাডার সংসদ নির্বাচনে জাস্টিন ট্রুডো নেতৃত্বাধীন লিবারেল পার্টি জয় লাভ করেছে। ৪৩ বছর বয়সী ট্রুডো দেশটির প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর বড় ছেলে। দেশটিতে দীর্ঘ ৯ বছর ধরে কনজারভেটিভ দলের শাসনের অবসান ঘটেছে ট্রুডোর লিবারেল পার্টির জয়ের মাধ্যমে। জাস্টিনের বাবা পিয়েরে ট্রুডোকে আধুনিক কানাডার রুপকার হিসেবে বলা হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বন্ধু ছিলেন পিয়েরে ট্রুডো। বাংলাদেশের স্বাধীনতা-সংগ্রামে বিশেষ অবদানের জন্য ১২৯ জন বিদেশি নাগরিক ও প্রতিষ্ঠানকে স্বাধীনতা মৈত্রী সম্মাননা পদক দেওয়া হয়েছে। জাস্টিনের বাবা পিয়েরে ট্রুডো এ পদক পেয়েছেন। ১৯৬৮ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত কানাডার প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ২০০০ সালে মারা যান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের এ বন্ধু। শান্তিপ্রিয় দেশ হিসেবে কানাডার অনেক সুনাম রয়েছে। নির্বাচনে লিবারেল পার্টি জয় লাভের পর সদ্য সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপার স্বাগত জানিয়েছেন জাস্টিন ট্রুডোকে। নির্বাচনে জয় লাভের পর জাস্টিন ট্রুডো বলেন, দেশের প্রকৃত পরিবর্তনের লক্ষ্যেই জনগণ ভোট দিয়েছেন। দেশের অর্থনৈতিক গতিকে আরো ত্বরান্বিত করতে তার সরকার কাজ করবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। কানাডার হাউস অব কমন্সে ৩৩৮টি আসন রয়েছে। সরকার গঠনের জন্য ১৭০ আসনের প্রয়োজন হয়। সোমবারের নির্বাচনে জাস্টিন ট্রুডোর দল সংখ্যাগরিষ্ঠ ১৮৪টি আসনে জয়লাভ করেছে। প্রধানমন্ত্রী স্টিফেন হারপার নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি ৯৯টি আসন পেয়েছে।তবে দেশটির নতুন এই প্রধানমন্ত্রীর শরীরে আঁকা বড় একটি ট্যাটু নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, শরীরে ট্যাটু আঁকানো ক্ষমতায় থাকা সম্ভবত একমাত্র বিশ্বনেতা জাস্টিন ট্রুডো। ২০১২ সালে একটি প্রীতি বক্সিং ম্যাচ খেলার সময় তার বাহুতে একটি ট্যাটু দেখা যায়। কানাডার নির্বাচনী ইতিহাসে এবারই বেশি সময় ধরে প্রচারণা চালানো হয়েছে। নির্বাচনের আগে বিভিন্ন জরিপে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেলেও বাস্তবে তা দেখা যায়নি। তবে অনেকেই দেশটির প্রধানমন্ত্রী হারপারের শাসন ব্যবস্থা নিয়ে সমালোচনা করছেন। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী পিয়েরে ট্রুডোর ছেলে জাস্টিন ট্রুডো নির্বাচনী ইশতিহারে দেশের উচ্চবিত্ত শ্রেণির জন্য কর বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন। একইসঙ্গে মধ্যবিত্ত শ্রেণির জন্য করের বোঝা লাঘবের কথাও জানিয়েছিলেন। বিশ্লেষকরা বলছেন, জাস্টিনের এ প্রতিশ্রুতিই নির্বাচনী ফলাফলে ব্যাপক অবদান রেখেছে। এদিকে, নির্বাচনে জয়লাভের পর সিরিয়া ও ইরাক থেকে জঙ্গিবিরোধী অভিযানে নিয়োজিত কানাডার যুদ্ধবিমান প্রত্যাহার করে নেওয়ার কথা জানিয়েছেন জাস্টিন। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে অালোচনাও করেছেন তিনি।সূত্র : বিবিসি ও রয়টার্স।এসআইএস/আরআইপি

Advertisement