সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে করোনাভাইরাসে আব্দুল হক নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
Advertisement
সোমবার (০১ জুন) সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আব্দুল হক সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা। সুনামগঞ্জে করোনা আক্রান্তদের মধ্যে এই প্রথম মৃত্যুর হলো।
ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী বলেন, ২৯ মে আব্দুল হক এবং তার ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হন। আব্দুল হক উপজেলার জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামী লীগের নেতা এবং উপজেলার কৈতক হাসপাতালের মসজিদ মার্কেটে ওষুধের ব্যবসা করতেন তিনি। ছাতক উপজেলায় এ পর্যন্ত চিকিৎসকসহ ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আজকের মৃত্যু নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত মারা গেছেন ২০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৭০ জন। সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৫৮ জন।
Advertisement
সোমবার দুপুরে স্বাস্থ্য বিভাগ সিলেটের বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট বিভাগে করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত ১০৪০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ৫৫৫ জন, সুনামগঞ্জে ১৬৫ জন, হবিগঞ্জে ১৯২ জন ও মৌলভীবাজারে ১২৮ জন।
ছামির মাহমুদ/এএম/এমএস