দেশজুড়ে

লৌহজং ইউএনও করোনায় আক্রান্ত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাবিরুল ইসলাম খানের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তিনি বর্তমানে উপজেলার সরকারি বাসভবনে আইসোলেশনে আছেন।

Advertisement

সোমবার (০১ জুন) লৌহজংয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েকদিন যাবত গলাব্যথা অনুভব করলে ইউএনও করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেন। গত শুক্রবার টেস্টের জন্য নমুনা দিয়েছিলেন। রোববার সন্ধ্যায় মুঠোফোনে তাকে নিশ্চিত করা হয় তার করোনা পজিটিভ এসেছে। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

নমুনা দেয়ার আগে থেকেই সবার থেকে নিজেকে দূরে রেখে দায়িত্ব পালন করছিলেন ইউএনও মো. কাবিরুল ইসলাম খান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সরকারি ত্রাণ বিতরণ, শনাক্তের বাড়ি লকডাউন, বাড়ি বাড়ি খাবার পৌঁছানোসহ বিভিন্ন দায়িত্ব পালনকালে সংক্রমিত হয়েছেন তিনি।

Advertisement

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/পিআর