দেশজুড়ে

করোনা : সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে কক্সবাজারে দুই যুবকের মৃত্যু

কক্সবাজারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর কয়েক ঘণ্টা পর করোনার উপসর্গ নিয়ে আরেক যুবকের মৃত্যু হয়েছে। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে ও সকালে তাদের মৃত্যু হয়।

Advertisement

মৃতরা হলেন- কক্সবাজার সদরের পোকখালীর পশ্চিম গোমাতলীর বশির আহমদের ছেলে এচারুল হক (৩৬) ও কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের মধ্যম নুনিয়ারছড়া এলাকার শামসুল আলম শামসু মাঝির ছেলে মাহমুদ করিম (৩০)। পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

এচারুল হকের চাচা আওয়ামী লীগ নেতা মহিদুল্লাহ মুহিদ জানান, রোববার (৩১ মে) এচারুল হকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। রাতেই তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে রাখা হয়। সোমবার ভোর ৫টার দিকে সেখানেই তার মৃত্যু হয়।

অপরদিকে কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান জানান, পৌরসভার ২ নং ওয়ার্ডের মধ্যম নুনিয়ারছড়ার তরুণ ব্যবসায়ী মাহমুদ করিমকে করোনার উপসর্গ নিয়ে দুইদিন আগে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই তার নমুনা সংগ্রহ করা হয়। কিন্তু এখনও রিপোর্ট পাওয়া যায়নি। এরই মাঝে তার অবস্থার অবনতি হলে সোমবার ভোরে তাকে আইসিইউতে নেয়া হয়। সেখানে সকাল সাড়ে ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাহমুদ।

Advertisement

এদিকে সদর হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার অভাবে মাহমুদ মারা গেছেন বলে অভিযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও মাহমুদের প্রতিবেশী শহিদুল হক সোহেল। তিনি উল্লেখ করেছেন, সদর হাসপাতালে পর্যাপ্ত গ্যাসের ব্যবস্থা না থাকায় মাহমুদের পরিবার বাইরের হাসপাতাল থেকেই গ্যাস সিলিন্ডার এনে তাকে গ্যাস সরবরাহ করে। এরপরও তাকে বাঁচানো গেল না। গ্যাসের ব্যবস্থা থাকলে এবং প্রয়োজনীয় সময়ে তা পেলে হয়তো মাহমুদ অকালে মরতো না।

সায়ীদ আলমগীর/আরএআর/পিআর