প্রেমিকা রিভা স্টিনক্যাম্পকে হত্যার অভিযোগে ৫ বছরের কারাদণ্ড প্রাপ্ত দক্ষিণ আফ্রিকার ব্লেড রানার অস্কার পিস্টোরিয়াস ৬ মাস পর প্যারোলে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন। মুক্তি পেলেও গৃহবন্দী হয়ে থাকতে হবে প্যারা অলিম্পিক্সে স্বর্ণ পদক জয়ী এই স্প্রিন্টারকে।দক্ষিণ আফ্রিকার আইনে, হত্যার অভিযোগ প্রমাণিত হলে অপরাধীর কমপক্ষে ১৫ বছরের কারাদণ্ড হয়। কিন্তু, দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর পিস্টোরিয়াসকে ৫ বছরের কারাদণ্ড দেয় আদালত। রায়ের বিপক্ষে আপিল করে পিস্টোরিয়াসের পরিবার। ৩ নভেম্বর ৫ বিচারকের প্যানেলে আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।এদিকে, সাধারণ জনগণের জন্য হুমকি নয় এমন অপরাধীকে প্রোটিয়া আইনে শাস্তির ৬ ভাগের ১ ভাগ ভোগ করার পরই ছেড়ে দেয়া হয়। আইনের এই সুযোগটি পেলেও, আর কখনই আগ্নেয়াস্ত্র বহন করতে পারবেন না পিস্টোরিয়াস।এমআর/পিআর
Advertisement