বিনোদন

ফিরছে কোর্ট মার্শাল

থিয়েটার আর্ট ইউনিটের প্রথম প্রযোজনা ‘কোর্ট মার্শাল’। ১৯৯২ সালে নাটকটির প্রথম প্রদর্শনী হয়। এরপর দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে নাটকটির প্রদর্শনী প্রশংসা কুড়িয়েছে। দীর্ঘদিন পর আবারো নাটকটি মঞ্চস্থ হতে যাচ্ছে।আজ বুধবার সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চস্থ হবে ‘কোর্ট মার্শাল’। নাটকটির মূল লেখক স্বদেশ দীপক, রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন এস এম সোলায়মান।নতুনভাবে নাটকটি মঞ্চায়নের সমন্বয়কের দায়িত্বে আছেন মোহাম্মদ বারী। তিনি জানালেন, ‘বেশ কয়েক মাসের বিরতির পর ‘কোর্ট মার্শাল’ মঞ্চস্থ হতে যাচ্ছে। মাঝে দলের অন্য নাটকগুলো মঞ্চায়ন হওয়ায় ‘কোর্ট মার্শাল’-এর এই বিরতি ছিলো। আশা করি দর্শকরা নাটকটিকে বরাবরের মতো এবারেও উপভোগ করবেন।’এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ বারী, সেলিম মাহবুব, চন্দন রেজা, প্রশান্ত হালদার, সাইফ সুমন, আশরাফ কবির, রিয়াজ হোসেন, স্বাধীন শাহ, লেমন, ফৌজিয়া করিম প্রমুখ।এলএ/পিআর

Advertisement