রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) বিকেলে কাপ্তাই উপজেলার দুই নম্বর রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালা গ্রামে এই ব্যক্তির মৃত্যু হয়।
Advertisement
মৃত ব্যক্তির নাম থুইঅং প্রু মারমা (২৬)। তিনি ওই গ্রামের উথোয়াই প্রু মারমা প্রকাশ সেদা মারমার ছেলে এবং চট্টগ্রামের রয়েল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স।
রয়েল হাসপাতালের নার্সদের ইনচার্জ আশীষ দাশ জানান, ১০-১২ দিন আগে থেকে জ্বরে ভুগছিলেন থুইঅং প্রু মারমা। কিন্তু জ্বরকে গুরুত্ব না দিলে গত সাতদিন আগে হাসপাতাল থেকে ছুটি নেন তিনি। পরে অতিরিক্ত অসুস্থ হয়ে পড়লে শহরে সেবা না নিয়েই দুইদিন আগে বাড়ি ফিরে যান। পরে তার মৃত্যু হয়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দিন জানান, ওই যুবক দুইদিন আগে চট্টগ্রাম থেকে নিজ বাড়িতে আসেন। তার জ্বর ছিল বলে জানা গেছে।
Advertisement
২ নম্বর রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক জানান, প্রতিবেশীরা জানিয়েছেন, থুইঅং প্রু মারমার শরীরে জ্বর ছিল। আজ বিকেল ৫টার দিকে তিনি মারা যান।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী যুবকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, মৃত যুবকের নমুনা নিয়ে পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে যে, আসলে তার করোনা ছিল কি-না।
তারা আরও জানান, উপজেলা সদর হাসপাতাল হতে পিপিই নিয়ে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে ঐ যুবকের লাশ সৎকার করা হবে এবং তাঁর পরিবারের সদস্যদেরকে হোম কোয়ারেন্টাইন রাখা হবে।
মো. সাইফুল/এসআর
Advertisement