টানা দুই মাসেরও বেশি সময় ধরে চলা সাধারণ ছুটি শেষে রোববার (৩১ মে) থেকে সরকারি-বেসরকারি অফিস ও আদালত চালু হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলতে শুরু করেছে ট্রেন, সীমিত পরিসরে চালু হচ্ছে গণপরিবহন। আগামী ১৫ জুন পর্যন্ত সরকারি অফিস ও গণপরিবহন চালানোর জন্য নির্দেশনা জারি করেছে সরকার।
Advertisement
করোনাভাইরাস সংক্রমণ রোধে শারীরিক উপস্থিতি ছাড়া তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচার কার্যক্রম পরিচালনার জন্য ১১টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সময়ের জন্য এসব বেঞ্চ গঠন করে দেয়া হয়েছে। সম্প্রসারিত আদালতের কার্যক্রম আজ সকাল থেকেই শুরু হয়েছে।
তবে ভার্চুয়াল শুনানির সময়ে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারী ও আগতদের স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। তাই তাদের উপস্থিতি নিয়ে জারি করা হয়েছে কঠোর নির্দেশনা। ঝুঁকিপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মচারী ও সন্তানসম্ভবা নারীকে কর্মস্থলে উপস্থিত না হওয়ার জন্যে বলা হয়েছে। এছাড়া আগামী ১৫ জুন পর্যন্ত এফিডেভিট শাখার কার্যক্রম ও নকল শাখা থেকে নকল সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (৩০ মে) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রেজিস্টার জেনারেল মোহাম্মদ আলী আকবর স্বাক্ষরিত ও প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এমন তথ্য জানা যায়। ভাচুয়াল পদ্ধতিতে রোববার থেকে উচ্চ আদালত হাইকোর্টের বিচার কার্যক্রম শুরু হয়েছে। যদিও এর আগে থেকেই সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে চারটি বেঞ্চে ভার্চুয়াল শুনানি অব্যাহত ছিল। এর সঙ্গে আরও ৭টি যোগ হয়ে মোট ১১টি বেঞ্চে বিচারের কাজ শুরু হলো আজ।
Advertisement
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মকর্তা-কর্মচারীদের সরকার কর্তৃক জারি করা স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশ দেয়া হলো। এছাড়া ঝুঁকিপূর্ণ ব্যক্তি, অসুস্থ কর্মচারী ও সন্তানসম্ভবা নারীকে কর্মস্থলে উপস্থিত না হওয়া থেকে বিরত থাকতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা স্বাস্থ্যবিধি সম্পর্কিত প্রজ্ঞাপনে ১৫টি নির্দেশনা দেয়া হয়। এতে বলা হয়, অসুস্থ, ঝুঁকিপূর্ণ ব্যক্তি ও সন্তানসম্ভবা নারীদের কর্মস্থলে যেতে হবে না।
এদিকে সোমবার (১ জুন) থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। রেলওয়ে ১৫ জুন পর্যন্ত অর্ধেক যাত্রী নিয়ে শুধুমাত্র আন্তঃনগর ট্রেন চলাচল করবে। এজন্য প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি প্রণয়ন করতে বৈঠক করেন কর্মকর্তারা। এদিকে বন্ধ থাকা শেয়ার বাজারেও লেনদেন শুরু হচ্ছে রোববার থেকে।
সরকারি অফিস খুললেও আপাতত বন্ধই থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান। করোনার সর্বোচ্চ সংক্রমণের মধ্যে সবকিছু সচল করে দেয়ায় সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। যদিও সরকার বলছে, মানুষের জীবিকার তাগিদে, অর্থনীতি সচল করতে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে সীমিত পরিসরে গণপরিবহন খুললে তাতে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিয়ে সংশয় দেখা দিয়েছে।
Advertisement
এফএইচ/এমএসএইচ/এমকেএইচ