সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত আরও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় সিলেট বিভাগে ১৮ জনের মৃত্যু হলো। এর মধ্যে শুধু সিলেট জেলায় মারা গেছেন ১৪ জন।
Advertisement
রোববার সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে মারা যান করোনা আক্রান্ত ওই বৃদ্ধ। তার বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলায়।
দুপুর ১২টায় জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুশান্ত মহাপাত্র।
তিনি জানান, রোববার সকাল ৮টায় শামসুদ্দিন হাসপাতালে বিয়ানীবাজার উপজেলার করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়। তিনি গত শুক্রবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃতদেহ স্থানীয় উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে স্বাস্থ্যবিধি মেনে দাফনের উদ্যোগ নেয়া হয়েছে।
Advertisement
এদিকে সিলেট বিভাগে করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৯৪৭ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫৩৪ জন, সুনামগঞ্জে ১৪৪ জন, হবিগঞ্জে ১৭১ জন ও মৌলভীবাজার জেলায় ৯৮ জন।
এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১৮ জন আর করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৫০ জন। হাসপাতালে ভর্তি আছেন ১২২ জন।
সিলেট বিভাগে কোয়ারেন্টাইনে রয়েছেন মোট ১ হাজার ৪৭১ জন। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে ৮০ জনকে। কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৫ জন।
ছামির মাহমুদ/এফএ/জেআইএম
Advertisement