দেশজুড়ে

করোনা ইউনিটে ভর্তির ২ ঘণ্টার মধ্যে মারা গেলেন রোগী

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় ওই রোগীকে করোনা ইউনিটে ভর্তি করেন তার স্বজনরা।

Advertisement

মারা যাওয়া ওই রোগীর বাড়ি নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন বলেন, জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন ওই ব্যক্তি। সকাল সাড়ে ৯টার দিকে তাকে করোনা ইউনিটে ভর্তি করান স্বজনরা। ভর্তির সময় তার অবস্থা আশঙ্কাজনক ছিল। ভর্তির পর তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটতে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

ডা. এসএম বাকির হোসেন বলেন, ওই রোগী করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হবে।

Advertisement

সাইফ আমীন/এফএ/জেআইএম