আন্তর্জাতিক

মিশরে পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে ধর্মনিরপেক্ষ জোট

মিসরের বড় রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডকে বাদ দিয়ে দেশটিতে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটারবিহীন এ নির্বাচনে জয়ের পথে রয়েছে ধর্মনিরপেক্ষ জোট। বেসরকারিভাবে পাওয়া খবরে এ তথ্য জানা গেছে। রোববার শুরু হওয়া নির্বাচনে প্রথম দফার ভোটগ্রহণ চলে টানা দুদিন। আগামী ২২ ও ২৩ ডিসেম্বর দ্বিতীয় দফা ভোটগ্রহণ হবে। ২ ডিসেম্বর নির্বাচনের ফলাফল পাওয়া যেতে পারে। খবর এএফপির।মিসরের দীর্ঘ বিলম্বিত এ পার্লামেন্ট নির্বাচনে মুসলিম ব্রাদারহুডকে বাদ দেয়ায় ভোটারদের উপস্থিতি একেবারেই কমে গেছে। দেশটির প্রধানমন্ত্রী শরিফ ইসমাঈল বলেন, প্রথম দিনে ১৫-১৬ শতাংশ ভোট পড়েছে। দেশটির ২৭ প্রদেশের ১৪টিতে ওই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন ভোটার বাড়াতে অর্ধবেলা সরকারি ছুটি ঘোষণা করা হলেও ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি মেলেনি।২০১৩ সালে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসি ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর মিসরের প্রধান এ বিরোধী দলটি কখনোই কর্তৃপক্ষের সুনজরে ছিল না। গতবছর আল-সিসি প্রেসিডেন্ট নির্বাচিত হন।মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর সিসি মুসলিম ব্রাদারহুডের ওপর মারাত্মক দমন অভিযান শুরু করেন। ওই দমন অভিযানের সময় মুরসির কয়েক হাজার সমর্থক নিহত ও কারারুদ্ধ করা হয়। জেডএইচ/পিআর

Advertisement