জাতীয়

কেরানীগঞ্জে আরও ১০ রোগী শনাক্ত, আক্রান্ত বেড়ে ৪৮৬

ঢাকার কেরানীগঞ্জে একদিনে নতুন করে আরও ১০ রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮৬ জনে।

Advertisement

রোববার(৩১ মে) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (৩০ মে) রাতে পাওয়া পরীক্ষার ফলাফলে নতুন করে ওই ১০ জনের শরীরে সংক্রমণের বিষয়টি জানা গেছে।

স্বাস্থ্য কর্মকর্তা জানান, বিভিন্ন বয়সী নতুন আক্রান্তরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র নার্স, কেরানীগঞ্জ পল্লী বিদ্যুতের তিন কর্মী ও সাজিদা হাসপাতালে আরও এক কর্মী রয়েছেন। নতুন আক্রান্তদের নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ১৫ জন।এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৩ জন।

Advertisement

নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডা. মোবারক জানান, এ উপজেলায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে নতুন আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। এছাড়াও প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপ নেয়া হবে বলে জানান এ চিকিৎসক।

এএইচ/পিআর