করোনা সংক্রমণ রোধে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার (৩১ মে) থেকে গণপরিবহন চলাচল শুরু হচ্ছে। তবে এসব পরিবহন পরিচালনার ক্ষেত্রে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা রয়েছে।
Advertisement
চট্টগ্রামে স্বাস্থ্যবিধি মেনে নগরীতে সীমিত পরিসরে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে ১৬ দিকনির্দেশনা প্রদান করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
করোনাভাইরাস সংক্রমণ ও বিস্তার প্রতিরোধের লক্ষ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে এসব নির্দেশনাসমূহ বাস্তবায়নে সিএমপি কঠোর হবে বলে জানানো হয়েছে।
নির্দেশনাসমূহ হলো-
Advertisement
১. জীবাণুনাশক দ্বারা প্রত্যেকটি গাড়ি জীবাণুমুক্ত করতে হবে। সম্ভব হলে যাত্রী নামার সঙ্গে সঙ্গে জীবাণুনাশক ছিটাতে হবে।
২. পরিবহনে স্যানিটাইজার রাখা নিশ্চিত করতে হবে যেন প্রয়োজনে ব্যবহার করা সম্ভব হয়।৩. গাড়ির ড্রাইভার, হেলপার ও যাত্রীদের প্রত্যেকে মাস্ক ব্যবহার করবে। হ্যান্ড গ্লাভস ব্যবহার নিশ্চিত করতে হবে। সম্ভব হলে ফেসশিল্ড ব্যবহার করতে হবে।
৪. ঠান্ডা, জ্বর, সর্দি, কাশির লক্ষণ থাকলে কিংবা অসুস্থ কোনো ড্রাইভার বা শ্রমিককে সুস্থ না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন থেকে বিরত রাখতে হবে।
৫. গাড়ির দরজা অবশ্যই বন্ধ রাখতে হবে।
Advertisement
৬. গাড়ির অভ্যন্তরে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এক সিটে একজন বসবে। পাশপাশি সিটে যেন দু’জন প্যাসেঞ্জার না বসে তা নিশ্চিত করতে হবে।
৭. গাড়ি ছাড়ার পূর্বে হ্যান্ডমাইকে বা মুখে স্বাস্থ্যবিধি সম্পর্কে কন্ডাক্টর সবাইকে ধারণা প্রদান করবেন।
৮. গাড়িতে কখনোই দাড়িয়ে কোনো যাত্রী বহন করা যাবে না।
৯. গাড়ির অভ্যন্তরে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
১০. গাড়ি বাসস্ট্যান্ড ব্যতীত কোথাও দাঁড়াবে না। হুড়োহুড়ি করে প্যাসেঞ্জার তোলা যাবে না। সামাজিক দূরত্ব নিশ্চিত করে তুলতে হবে।
১১. ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হবে।
১২. গাড়ির ডকুমেন্ট আপটুডেট থাকতে হবে। লকডাউনের কারণে কেউ দলিলাদি নবায়ন না করতে পারলে নবায়ন করে গাড়ি চালাবে।
১৩. অবৈধ কোনো গাড়ি চলাচল করবে না। গ্রাম সিএনজি, নিলাম সিএনজি, ব্যাটারিচালিত রিকশা সম্পূর্ণ বন্ধ থাকবে।
১৪. দিন শেষে প্রত্যেকটি গাড়িকে জীবাণুনাশক দ্বারা যথাযথভাবে জীবাণুমুক্ত করতে হবে।
১৫. কোভিড নিয়ন্ত্রণে গণপরিবহন বিষয়ক সব সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।
১৬. সকল ট্রাফিক আইন মেনে চলতে হবে।
আবু আজাদ/এমএফ/পিআর