খেলাধুলা

বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বাতিল হলেও আগামী বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান। ভারতে অবস্থানকালে এমনটাই জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবি`র চেয়ারম্যান শাহরিয়ার খান।গত সোমবার মুম্বাইয়ে এ বছর ডিসেম্বরে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন নিয়ে বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহরের সঙ্গে বৈঠকে বসার কথা ছিলো, পাকিস্তান ক্রিকেট বোর্ড- পিসিবি`র চেয়ারম্যান শাহরিয়ার খানের। তবে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন বাতিলের দাবিতে মুম্বাইয়ে ভারত ক্রিকেট বোর্ড- বিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে হামলা চালায় দেশটির রাজনৈতিক সংগঠন- শিবসেনা। এ হামলার পর সভা স্থগিত করে বিসিসিআই।নতুন ঘোষণা অনুযায়ী, মুম্বাই নয়, নয়াদিল্লিতে পিসিবি প্রধান শাহরিয়ার খানের সঙ্গে দেখা করার কথা ছিলো বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুর ও আইপিএল চেয়ারম্যান রাজিব শুক্লার। কিন্তু, আলোচনার টেবিলে অনুরাগ কিংবা রাজিব কেউই পিসিবি প্রধানের সঙ্গে বসেননি। ফলে, এক প্রকার ক্ষুদ্ধই হয়েছেন পাকিস্তান ক্রিকেটের বস। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, আমার সঙ্গে বিসিসিআইয়ের অনেক কর্মকর্তারই দেখা করার কথা ছিলো। সে জন্যই আমি এখানে এসেছিলাম। কিন্তু কেউই আমার সঙ্গে দেখা করেননি। আমি খুবই হতাশা ও দু:খ প্রকাশ করছি। তবে, এখন পর্যন্ত ২০১৬ সালে ভারতে অনুষ্ঠেয় টি টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করবে না পাকিস্তান। আর, আকরাম ও দারকে ফেরত পাঠিয়ে ভারত কাজটা ভালো করেনি।এদিকে, আগামী বছর এশিয়া কাপ ভারতে অনুষ্ঠিত হলে পাকিস্তান খেলবে কিনা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। তবে, সব বিতর্ক এড়াতে বাংলাদেশকেই আপাতত ২০১৬ সালের এশিয়া কাপের বিকল্প ভেন্যু করার গুঞ্জন রয়েছে। সব মিলিয়ে পিসিবি ও বিসিসিআইয়ে`র এই অনাকাঙ্ক্ষিত দ্বন্দ্ব সারা বিশ্বের ক্রিকেট অঙ্গনে বড়সর আলোড়ন সৃষ্টি করেছে।এমআর/পিআর

Advertisement