নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারী ইউনিয়নের টেঙ্গনমারী গ্রামে এক করোনা শনাক্ত রোগীকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না।
Advertisement
শনিবার সন্ধ্যায় ওই রোগীকে তার বাড়িতে গিয়ে আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সসহ উপজেলার স্বাস্থকর্মীরা গেলে বেড়িয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। এ নিয়ে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্রমতে, উক্ত গ্রামের মবু মিয়ার ছেলে মনজুরুল ইসলাম (২৬) ঢাকা থেকে ১০ মে গ্রামের বাড়িতে স্ত্রীসহ ঈদ করতে আসেন। তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে গত ২৪ মে তারসহ পরিবারের সকলের নমুনা নেয় উপজেলা স্বাস্থ্যকর্মীরা।
২৫ মে ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়। ঈদ শেষে একটি মাইক্রোবাস ভাড়া করে তিনি তার স্ত্রীসহ আরও ১৩ জন ঢাকা চলে যান। শনিবার (৩০) মে মনজুরুল ইসলামের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এ ব্যাপারে মুঠোফোনে করোনা শনাক্ত মনজুরুল ইসলামের সঙ্গে কথা বলা হলে তিনি সকল বিষয় স্বীকার করে জানান, বর্তমানে তিনি সুস্থ আছেন ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের একটি টেক্সটাইল মিলে চাকরি করছেন। এ ব্যাপারে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হাসান মো. রেজওয়ানুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা রোগীকে তার বাড়িতে না পেয়ে তার মোবাইলে কল দিয়ে কথা বলি। তিনি নারায়নগঞ্জের রূপগঞ্জের একটি ট্রেক্সটাইলে চাকরি করছেন। বিষয়টি আমরা নারায়গঞ্জের স্বাস্থ্য বিভাগকে অবগত করেছি। সেখানে তাকে আইসোলেশন ওয়ার্ডে নেয়া হবে।
জাহেদুল ইসলাম/এমএএস/এসআর
Advertisement