করোনাভাইরাসের সংক্রমণের শঙ্কায় বন্ধ থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পহেলা জুন থেকে সীমিত আকারে চালু হচ্ছে। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় জরুরি সিন্ডিকেট মিটিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য ও প্রাণিবিদ্যা বিভাগে প্রফেসর ড. হাবিবুর রহমান।
Advertisement
তিনি বলেন, সীমিত আকারে গুরুত্বপূর্ণ কিছু প্রশাসনিক কার্যক্রম চলবে। প্রশাসন ভবনের গুরুত্বপূর্ণ কিছু শাখা যেমন- উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়, কোষাধ্যক্ষ দফতর, হিসাব শাখা, প্রকৌশল শাখা ইত্যাদি স্বাস্থ্যবিধি মেনে সচল করা হবে।
তিনি আরও জানান, এসময় বিভাগের অফিসগুলোও বন্ধ থাকবে। কোনো ধরনের একাডেমিক কার্যক্রম চলবে না। ক্লাস-হল ও বাসগুলো চলাচল করবে না।
এর আগে ইউজিসির নির্দেশনায় আগামী ১৫ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে ইউজিসি থেকে মৌখিকভাবে জানানো হয়েছে- কবে থেকে ক্যাম্পাস খুলে শিক্ষা কার্যক্রম শুরু করবে, তা স্ব স্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরা বৈঠক করে সিদ্ধান্ত নেবে।
Advertisement
এরই ধারাবাহিকতায় আজকের সিন্ডিকেট মিটিংয়ে পহেলা জুন সীমিত আকারে ক্যাম্পাস খোলার সিদ্ধান্ত নেয় রাবি প্রশাসন।
এর আগে, করোনা সংক্রমণ ঠেকাতে গত ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সালমান শাকিল/এমএএস/এসআর
Advertisement