নাটোরের গুরুদাসপুরে পারিবারিক বিরোধের জের ধরে মামাতো ভাই মিঠু মন্ডলের বাম পা কেটে নিল ফুফাতো ভাই ও তার সহযোগীরা।
Advertisement
শনিবার রাত নয়টার দিকে উপজেলার খুবজীপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মিঠুকে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও পরে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ফুফাতো ভাই বাবু মন্ডল ও তার সহেযাগীরা পলাতক রয়েছে। পুলিশ ও গ্রামবাসী জানায়, খুবজীপুর গ্রামের সাইদুল মন্ডলের ছেলে মিঠু মন্ডলের সাথে পার্শ্ববর্তী যোগেন্দ্রনগর গ্রামের ফুফাতো ভাই জালাল মন্ডলের ছেলে বাবু মন্ডলের পারিবারিক বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে শনিবার রাতে খুবজীপুর বাজারে যাওয়ার পথে বাবু মন্ডল ও তার সহযোগীরা মিঠু মন্ডলের ওপর হামলা চালায়।
এক পর্যায়ে মিঠু মন্ডলের বাম পা ধারালো অস্ত্র দিয়ে কেটে বিচ্ছিন্ন করে দেয়। এসময় মিঠু মন্ডলের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে বাবু মন্ডল ও তার সহযোগীরা পালিয়ে যায়।
গুরুদাসপুর থানা পুলিশের ওসি মোজাহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ আহত মিঠুকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।
Advertisement
তিনি আরও জানান, ঘটনার পর থেকে বাবু মন্ডল ও তার সহযোগীরা পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। রেজাউল করিম রেজা/এমএএস/এসআর