ক্যাম্পাস

করোনায় আক্রান্ত ঢাবি অধ্যাপক, বাসা লকডাউন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একজন অধ্যাপক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হওয়ার পরপরই বিশ্ববিদ্যালয় এলাকার উত্তর ফুলার রোডের শিক্ষক কোয়ার্টার লকডাউন করে দেয়া হয়েছে।

Advertisement

অধ্যাপকের করোনা আক্রান্তের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী।

তিনি জাগো নিউজকে বলেন, আজ আমাদের একজন অধ্যাপক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। অবস্থা খুব খারাপ না হওয়ায় বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের উত্তর ফোলার রোড এলাকায় নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

বেশ কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে শিক্ষার্থীসহ অনেক বহিরাগত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসছে উল্লেখ করে প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত ক্যাম্পাসে কাউকে না আসার অনুরোধ জানান।

Advertisement

করোনা আক্রান্ত এই অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগে অধ্যাপনা করতেন বলে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে।

আল-সাদী ভূঁইয়া/এসআর