বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের কোনো প্রতিষেধক এখনও আবিষ্কার করতে পারেনি বিজ্ঞান। কিন্তু যশোরে করোনা আক্রান্তদের চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন তিন কবিরাজ। খবর পেয়ে শনিবার (৩০ মে) দুপুরে সদর উপজেলার নরেন্দ্রপুর এবং বিজয়নগর গ্রামে অভিযান চালিয়ে তিন প্রতারককে আটক করে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
যশোর সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের পেশকার নাজমুল হুসাইন জানান, করোনা রোগের চিকিৎসায় কবিরাজির নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে- এমন অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেনের নেতৃত্বে দুপুরে সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ওই গ্রামের ওয়াহিদা খাতুন নামে এক নারী কবিরাজের বাড়িতে গিয়ে দেখা যায় তিনি কিছু রোগী দেখছেন। ওই কবিরাজের বিরুদ্ধে করোনা রোগের চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগ থাকায় তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এরপর একই গ্রামের বেগম নামে আরেক নারী কবিরাজের বাড়ি গিয়েও একই অবস্থা দেখা যায়। এ সময় তাকেও এক হাজার টাকা জরিমানা করা হয়।
পরে সদর উপজেলার বিজয়নগর গ্রামের ইসলাম নামে আরেক কবিরাজের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানেও একই অবস্থা থাকায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
মিলন রহমান/আরএআর/জেআইএম
Advertisement