রংপুর মেডিকেল কলেজের ল্যাবে শনিবার (৩০ মে) ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুর জেলার ১১ জন, গাইবান্ধার দুইজন, লালমনিরহাটের তিনজন এবং কুড়িগ্রামের একজন রয়েছেন।
Advertisement
আক্রান্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি), মেট্রোপলিটন পুলিশের এক নারী সদস্য (২১), ধাপ পুলিশ ফাঁড়ির এক সদস্য (৪৮), জেলা পুলিশের এক সদস্য (৪৮), রংপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার (৪২), রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আরটিআই কর্নারে চিকিৎসাধীন এক যুবক (২৮), তাঁতিপাড়া এলাকার এক যুবক (২৮), স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে কর্মরত একজন (৫৫), সেন্ট্রাল রোডের একজন (৫২), সদর উপজেলার সদ্যপুস্করনী ইউনিয়নের এক শিশু (৬), কাউনিয়া বালাপাড়ার এক কন্যাশিশু (৬), গাইবান্ধার পলাশবাড়ির এক পুরুষ (৫৪), গাইবান্ধা সদর উপজেলার এক পুরুষ (৩০), লালমনিরহাট পাটগ্রামের এক যুবক (২৬), লালমনিরহাট হাতীবান্ধার এক পুলিশ সদস্য (২৪), অপর পুলিশ সদস্য (৩৮) এবং কুড়িগ্রাম উলিপুরের এক নারী (২৯)।
রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, এডিসি ও জেল সুপারসহ নতুন করে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
জিতু কবীর/এএম/এমকেএইচ
Advertisement