আন্তর্জাতিক

প্রিয়াঙ্কায় নিজের ছায়া দেখেছিলেন ইন্দিরা

অবিকল ইন্দিরার মতো হাঁটাচলা, সেই ভ্রূভঙ্গি, দৃপ্ত কণ্ঠস্বর— প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে অনেকেই তার ঠাকুমার মিল খুঁজে পান। ইন্দিরা নিজেও খুঁজে পেয়েছিলেন, রাহুল নয়, প্রিয়াঙ্কাকেই নিজের উত্তরসূরি মনে করতেন তিনি।  ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রবীণ নেতা, ইন্দিরা গান্ধীর একান্ত সহচর মাখনলাল ফোতেদার তার স্মৃতিচারণমূলক আত্মজীবনী ‘চিনার লভস’ ইন্দিরা গান্ধীর এ ইচ্ছার কথা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, সোনিয়া, রাহুল নয়, ইন্দিরা ভাবতেন প্রিয়াঙ্কাই হবে তার যোগ্য উত্তরসূরী। মৃত্যুর কয়েক দিন আগে ইন্দিরা তার ইচ্ছার বিষয়ে জানিয়েছিলেন ফোতেদারকে। রাহুল গান্ধী না প্রিয়াঙ্কা, কে হবেন কংগ্রেসের ভবিষ্যৎ উত্তরাধিকারী? ১৯৮৪–এর অক্টোবরে কাশ্মীরের একটি মন্দির এবং মসজিদে গিয়েছিলেন। ওই মন্দিরে কিছু দেখে চমকে উঠেছিলেন, বলেছিলেন আমার দিন শেষ, তবে প্রিয়াঙ্কা পারবে। রাজীব গান্ধীর মৃত্যুর পর সোনিয়াকে একটি চিঠি লিখে প্রিয়াঙ্কা সম্পর্কে ইন্দিরার ধারণার কথা জানিয়েছিলেন ফোতেদার। আরও অনেক কথাই লিখেছেন তিনি। তিনি বলেছেন, অন্তরাত্মার আওয়াজে নয়, ২০০৪ সালে সোনিয়া প্রধানমন্ত্রী হননি পারিবারিক চাপে। আর ইন্দিরার মৃত্যুর পর রাষ্ট্রপতি বেঙ্কটরামন প্রণব মুখার্জিকেই প্রধানমন্ত্রী পদে চেয়েছিলেন, রাজীব গান্ধীকে নয়।জেডএইচ/পিআর

Advertisement