ইসলামী বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার থেকে শুরু হয়েছে শারদীয় দুর্গা পূজার ছুটি। সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিশ্ববিদ্যালয় আগামী ২৬ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর এ তথ্য নিশ্চিত করেছে।জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতর সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ২১ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। হিন্দু ধর্মাবলম্বীদের এ উৎসব উপলক্ষে ছুটি শুরু হয়েছে মঙ্গলবার থেকে। বিশ্ববিদ্যায়ের অন্যান্য ছুটি উপলক্ষে হল বন্ধ থাকলেও পূজার ছুটিতে হল খোলা থাকবে বলে জানিয়েছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ইকবাল হোসাইন। পূজার ছুটিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে এবং আগামী ২৭ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবদুল লতিফ।এসএস/পিআর
Advertisement