গণমাধ্যম

করোনাজয়ী ওরা ৫৮ সংবাদকর্মী

মহামারি করোনাভাইরাস জয় করে সুস্থ হয়েছেন ৫৮ জন সংবাদকর্মী। গতকাল শুক্রবার পর্যন্ত দেশের ৭৪টি গণমাধ্যমের ২১৪ জন সংবাদকর্মীর করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়। তবে তাদের সবাই প্রতিবেদক নন। কেউ কেউ ফটোসাংবাদিক, নিউজ এডিটর, অনুষ্ঠান বিভাগে কর্মরত, নিউজ প্রেজেন্টার, মেকাপম্যানসহ বিভিন্ন বিভাগে কর্মরত।

Advertisement

এর মধ্যেই পাঁচজন সংবাদকর্মী মারা গেছেন। দুইজন করোনায় ও তিনজন করোনার উপসর্গ নিয়ে মারা যান।

জানা যায়, বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট টিভির ঢাকার পাঁচজন সংবাদকর্মীসহ মোট ৯ জন আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন দুইজন। যমুনা টিভির চারজনের মধ্যে সুস্থ দুইজন। দীপ্ত টিভির আটজনের মধ্যে এখন সুস্থ ছয়জন। আমাদের নতুন সময়ের চার সংবাদকর্মীর মধ্যে একজন সুস্থ।

একাত্তর টিভির ১০ জনের মধ্যে একজন সুস্থ। মাছরাঙা টিভির দুইজনের মধ্যে একজন, প্রথম আলোর দুইজনই সুস্থ। দৈনিক আলোকিত বাংলাদেশের এজজন কর্মী এবং কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি সুস্থ।

Advertisement

নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডির দুইজনের মধ্যে একজন সুস্থ। দৈনিক জনতার তিনজনের মধ্যে এক সংবাদকর্মী সুস্থ। দৈনিক কালের কণ্ঠের দুইজনের মধ্যে একজন সুস্থ। এনটিভির ২০ জনের মধ্যে দুইজন সুস্থ। আরটিভির চার সংবাদকর্মীর মধ্যে তিনজন সুস্থ। যশোরের স্থানীয় দৈনিক লোকসমাজের এক সাব-এডিটর সুস্থ, দৈনিক প্রতিদিনের সংবাদের একজন রিপোর্টার, নতুন সময় টিভির (আইপিটিভি) একজন নিউজ প্রেজেন্টার সুস্থ।

অন্যদিকে দৈনিক ইত্তেফাকের কর্মচারীসহ মোট ২১ জন আক্রান্ত। সুস্থ ১১ জন। বিটিভির তিনজনের মধ্যে একজন সুস্থ। চ্যানেল ২৪ এর ১৪ জনের মধ্যে দুইজন সুস্থ। বাংলাদেশ প্রতিদিনের ৯ জনের মধ্যে একজন সুস্থ। দৈনিক সমকালের দুইজনের মধ্যে একজন সুস্থ।

এছাড়া বাংলাদেশের খবরের একজন, দৈনিক সংগ্রাম, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পত্রিকার সম্পাদক, রেডিও টুডের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি, ভোরের কাগজের বামনা উপজেলা (বরগুনা) প্রতিনিধি, দৈনিক আজকালের খবরের বামনা (বরগুনা) প্রতিনিধি, নিউজ পোর্টাল বিবার্তার, দৈনিক ইনকিলাবের, দৈনিক আমার বার্তার সম্পাদক, বাংলাভিশনের একজন রিপোর্টার, দেশ টিভির একজন নিউজ প্রেজেন্টার, ডিবিসি নিউজের একজন সংবাদকর্মী, যায়যায়দিনের রিডিং সেকশেনের একজন, নিউজ পোর্টাল বার্তা২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, নিউজ পোর্টাল ঢাকা টাইমসের মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, এটিএন নিউজের একজন সুস্থ হয়েছেন। এইসব প্রতিষ্ঠানের একজন করেই আক্রান্ত হয়েছিলেন।

গত ২৮ এপ্রিল দৈনিক সময়ের আলোর সিটি এডিটর ও চিফ রিপোর্টার এবং জ্যেষ্ঠ সাংবাদিক হুমায়ুন কবির খোকনের মৃত্যু হয়। এরপর মারা যান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ। তার বয়স হয়েছিল ৭০ বছর।

Advertisement

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন সাংবাদিক হলেন- দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসলাম রহমান, দৈনিক সময়ের আলোর সিনিয়র সাব-এডিটর মাহমুদুল হাকিম অপু এবং দৈনিক বাংলাদেশের খবরের ফটোগ্রাফার এম মিজানুর রহমান খান

এইচএস/বিএ/এমকেএইচ