রাজধানীর হাতিরঝিল এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার একজনকে জামিন ও দুজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
Advertisement
শনিবার (৩০ মে) তাদের তিনজনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে হাতিরঝিল থানা পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন আসামি ইমাম হোসেনের জামিন আবেদন মঞ্জুর করেন। অপর দুই আসামি জাহিদ হোসেন (২০) ও সুমনের (১৯) জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শুক্রবার রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় আসামি জাহিদ হোসেন ও সুমনের কাছ থেকে চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় হাতিরঝিল থানায় একটি মামলা করা হয়।
Advertisement
জেএ/এমএসএইচ/এমকেএইচ