বাণীবয়সনিজের নিঃশ্বাস গুণে গুণে সময় মেপেছে কেউ কখনো।– অবধূতবয়স ভালোবাসার মতো, একে লুকিয়ে রাখা যায় না।– টমাস ডেক্কারজ্ঞানী ব্যক্তি কখনোই অল্পবয়স্ক হওয়ার ইচ্ছা পোষণ করেন না।– সুইফটআমি বৃদ্ধ হতে চাই না, ও বয়সটা সুখকর নয়।– আঁদ্রে মরোয়াবয়সকে বেশিদিন আত্মগোপন করে রাখা যায় না।– স্কটবচনগাছের শত্রু লতামানুষের শত্রু কথা।অর্থ : আগাছা যেমন গাছের জন্য ক্ষতিকর, তেমনি, অপ্রয়োজনীয় কথা মানুষের জন্য বিপদ ঢেকে আনতে পারে- এ কথা বোঝাতে বলা হয়। এইচআর/পিআর
Advertisement