দেশজুড়ে

অফিস খোলার আগের দিন নারায়ণগঞ্জে করোনার রেকর্ড সংক্রমণ

টানা ৬৬ দিনের ছুটি শেষে আগামীকাল রোববার (৩১ মে) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস। একই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহনও। খুলে দেয়া হচ্ছে সব গার্মেন্টস।

Advertisement

কিন্তু এর একদিন আগে অর্থাৎ শনিবার (৩০ মে) নারায়ণগঞ্জে ১৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলায় একদিনে এটি সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।

শনিবার সকালে জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহম্মেদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৬৮৪ জনে। গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। এর আগে জেলায় করোনাভাইরাসে মারা গেছেন ৭৭ জন।

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, জেলায় গত ২৪ ঘণ্টায় ১৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে রূপগঞ্জে ৬৩ জন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ৩৭ জন, আড়াইহাজার উপজেলায় ২১, সোনারগাঁয়ে ১৮, সদর উপজেলায় ১১ ও বন্দরে দুইজন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ২০৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলো পরীক্ষার জন্য পাঠানো হবে।

Advertisement

সবমিলিয়ে নমুনা সংগ্রহের সংখ্যা ১১ হাজার ৩২৫। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৩৬ জন। মারা গেছেন ৭৭ জন। প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জেলার মধ্যে মৃত্যু তালিকায় শীর্ষে রয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা। সিটি করপোরেশন এলাকায় এ পর্যন্ত ৫১ জন মারা গেছেন। সদর উপজেলায় ১৭ জন, সোনারগাঁয়ে ছয়জন, বন্দরে দুইজন আর রূপগঞ্জে একজন মারা গেছেন। আড়াইহাজারে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কেউ মারা যায়নি।

মো. শাহাদাত হোসেন/এএম/এমএস