নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জ ওয়াবদারপুল এলাকার ফ্রেন্ডস ডাইং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেডকে ১৬ লাখ টাকা অর্থদণ্ড করেছে পরিবেশ অধিদফতর। পরিবেশ অধিদফতর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।দূষণবিরোধী অভিযানের কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার পরিবেশ অধিদফতরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) একেএম মিজানুর রহমান সদর দফতরে ওই কারখানা মালিককে তলব করে শুনানি শেষে এ দণ্ড দেন।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ব্যতীত এবং ইটিপি স্থাপন ব্যতীত ডাইং কার্যক্রম পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে এ জরিমানা করা হয়।শাহাদাৎ হোসেন/বিএ
Advertisement