দেশজুড়ে

খুলনায় করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে একজনের মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মো. আশরাফুর রহমান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) সকাল পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।

Advertisement

আশরাফুর রহমান সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বসন্তপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মুন্সী রেজা সেকান্দার বিষয়টি নিশ্চিত করে জানান, গত বৃহস্পতিবার (২৮ মে) আশরাফুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (২৯ মে) তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। এরই মধ্যে শনিবার সকালে তার মৃত্যু হয়েছে। তার নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

আলমগীর হান্নান/আরএআর/এমএস

Advertisement