দেশজুড়ে

সাতক্ষীরা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাত ৯টার দিকে মারা যান তিনি। ওই যুবক (৩৫) সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের বাসিন্দা।

Advertisement

সাতক্ষীরা সদর উপজেলার বালিয়াডাঙা গ্রামের মৃতের শ্বশুর জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার দুপুরে জামাতাকে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছে। সে আমাদের বাড়িতে থেকে কৃষিকাজ করতো।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার জানান, তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে এখনও রিপোর্ট পাওয়া যায়নি। তার করোনা উপসর্গ ছিল। অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার জানান, রিপোর্ট হাতে পাওয়ার পর তার ব্যাপারে বিস্তারিত জানা যাবে। মৃতের বাড়ি ও শ্বশুরবাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

Advertisement

আকরামুল ইসলাম/এমএএস