দেশজুড়ে

ঘুষ নেয়ার সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আটক

নওগাঁ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ আলী (৪৮) ঘুষ নেয়ার সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে আটক হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে দুদক রাজশাহীর একটি দল ঘুষের টাকাসহ তাকে আটক করে। আটক মোহাম্মদ আলী নীলফামারীর সৈয়দপুরের এলাকার সেকেন্দার আলীর ছেলে।এই ঘটনায় দুদক রাজশাহী অফিসের সহকারী পরিচালক রাজিয়া সুলতানা বাদী হয়ে আটক মোহাম্মদ আলীকে অভিযুক্ত করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।দুদক রাজশাহীর সহকারী পরিচালক রাজিয়া সুলতানা জানান, মেসার্স সৌরভ পার বয়েল অ্যান্ড আতব অটো রাইস মিলের মালিক শফিকুল ইসলাম নাথুর পাঁচ লাখ ৪০ হাজার টাকার একটি পে-অর্ডার ছিল। পে-অর্ডার ফেরত নেয়ার জন্য শফিকুল ইসলামকে বেশ কিছুদিন থেকে হয়রানি করেন মোহাম্মদ আলী। অবশেষে মোহাম্মদ আলী পে-অর্ডার ফেরত দেয়ার জন্য শফিকুল ইসলামের কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন।তিনি আরো জানান, শফিকুল ইসলাম মঙ্গলবার বিকেলে ৫০ হাজার টাকা নিয়ে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার অফিসে মোহাম্মদ আলীকে প্রদান করেন। গোপন সংবাদের ভিত্তিতে দুদক রাজশাহী অফিসের উপ-পরিচালক খায়রুল হুদার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।এসময় অফিস থেকে ৫০টি এক হাজার টাকার নোটসহ মোহাম্মদ আলীকে আটক করা হয়। এসময় দুদক রাজশাহী পরিচালক রিজন মঞ্জুর আহমেদ, রাজশাহী উপ-পরিচালক খাইরুল হুদা সহ দুদকের আরো সদস্য উপস্থিত ছিলেন। সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলীকে আটক করে নওগাঁ সদর থানায় নিয়ে আসা হয়।নওগাঁ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকিরুল ইসলাম জানান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলী ঘুষ গ্রহণের অপরাধে থানায় একটি মামলা হয়েছে।আব্বাস আলী/বিএ

Advertisement