খেলাধুলা

আরও দুইজন করোনা পজিটিভ ইংলিশ ফুটবলে

বৃহস্পতিবারই ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে, ১৭ জুন থেকে শুরু হচ্ছে তাদের স্থগিত হওয়া ফুটবল মৌসুম। ওইদিনই করোনা টেস্টে আরও দুই ফুটবলারকে পজিটিভ পাওয়া গেলো।

Advertisement

যে দুইজনক পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে, তারা হলেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব ফুলহ্যামের ফুটবলার। বৃহস্পতিবারই এ তথ্য জানিয়েছে ইংলিশ ক্লাবটি।

ইংলিশ ফুটবল লিগ কর্তৃপক্ষ জানাচ্ছে, গত সোমবার থেকে বুধবারের মধ্যে ১০৩০ জন ফুটবলার এবং কর্মকর্তাকে করোনা টেস্ট করা হয়েছে। দুই ক্লাবের মোট তিনজনকে পাওয়া গেছে করোনা পজিটিভ।

ইংলিশ ফুটবল লিগের পক্ষ থেকে বলা হয়েছে, ‘যে সকল খেলোয়াড় এবং কর্মকর্তা টেস্টে পজিটিভ এসেছেন, তাদেরকে ইএফএল কর্তৃক দেয়া গাইডলাইন সহকারে সেলফ আইসোলেশনে থাকতে হবে। যারা নেগেটিভ এসেছে, তারাই কেবল ট্রেনিং গ্রাউন্ডে প্রবেশ করতে পারবে।’

Advertisement

একসময় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুলহ্যাম এখন খেলে দ্বিতীয় বিভাগ লিগে। তারা জানিয়েছে, তাদের দুইজন খেলোয়াড় করোনা পজিটিভ। ক্লাবটির বিবৃতিতে বলা হয়েছে, ‘চিকিৎসার্থে, সেই দুই খেলোয়াড়ের নাম প্রকাশ করা যাচ্ছে না। তারা এখন সেলফ আইসোলেশনে রয়েছে। লিগ কর্তৃপক্ষ এবং সরকারের দেয়া গাইডলাইন মেনেই তারা আইসোলেশনে রয়েছে।’

নতুন করোনা পজিটিভ পাওয়ার কারণে ইংলিশ ক্লাব চ্যাম্পিয়নশিপ চালু করা নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব তৈরি করে দিয়েছে। আগামী মাসেই শুরু করার পরিকল্পনা রয়েছে।

প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর মোট ১০০৮ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। এর মধ্যে কাউকেই পজিটিভ পাওয়া যায়নি এবং ক্লাবগুলোর সম্মতিক্রমেই ১৭ জুন লিগ শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।

আইএইচএস/

Advertisement