গাজীপুরের শ্রীপুর উপজেলায় আরও ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে শ্রীপুুর পৌরসভার ফকরুদ্দিন মিলস এলাকার তিনজন, তেলিহাটি ইউনিয়নের সাতজন ও গোসিঙ্গা ইউনিয়নের একজন। এটিই শ্রীপুর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।
Advertisement
২৩ মে ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। শুক্রবার (২৯ মে) বিষয়টি জানিয়েছেন শ্রীপুুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক এএসএম ফাতেহ আকরাম।
তিনি বলেন, এক হাজার ৯৭ জনের নমুনা সংগ্রহের পর নতুন করে ১১ জনের করোনা শনাক্ত হয়। শ্রীপুরে এ পর্যন্ত ৭২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২২ জন সুস্থ হয়েছেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস বলেন, নমুনা সংগ্রহের পরই তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছিল। এখন তাদের হোম আইসলোশনে থাকতে বাধ্য করা হবে। এরপরও তাদের শারীরিক অবস্থার উন্নতি না হলে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে।
Advertisement
শিহাব খান/এএম/পিআর