দেশজুড়ে

রাজশাহীতে করোনা আক্রান্ত বেড়ে ৭৬৬

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ৭০০ ছাড়িয়েছে। বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৪৩ জনের। এ নিয়ে বিভাগের আট জেলায় করোনা আক্রান্ত দাঁড়াল ৭৬৬ জনে।

Advertisement

শুক্রবার (২৯ মে) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্র নাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত বিভাগের আট জেলায় করোনা ধরা পড়েছে ৭৬৬ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪৪ জনের। এদের ৩৫ জনই বগুড়ার বাসিন্দা। রাজশাহীতে তিনজন, চাঁপাইনবাবগঞ্জে দুইজন এবং নাটোর, সিরাজগঞ্জ ও পাবনায় একজন করে আক্রান্ত হয়েছেন।

এ পর্যন্ত বিভাগজুড়ে হাসপাতালে চিকিৎসাধীন ২২৪ জন করোনা রোগী। এরই মধ্যে সুস্থ হয়েছেন ১৯৭ জন। তবে করোনায় প্রাণ গেছে বিভাগে এ পর্যন্ত পাঁচজনের।

বিভাগীয় স্বাস্থ্য দফতরের দেয়া তথ্য অনুযায়ী, ২৭৫ জনের করোনার ধরা পড়ায় বিভাগে এখন করোনার হটস্পট বগুড়া। এই জেলার ৪৩ করোনা আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন। করোনাজয় করেছেন এ পর্যন্ত ২৮ জন। করোনায় প্রাণ গেছে বগুড়ায় একজনের।

Advertisement

বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে জয়পুরহাটে। এই জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১৫৭ জন। করোনাজয় করেছেন ৭০ জন। গত ২৪ ঘণ্টায় এই জেলায় করোনা শনাক্ত হয়নি।

নতুন করে করোনা শনাক্ত হয়নি নওগাঁয়। তবুও বিভাগে তৃতীয় সর্বোচ্চ ১০৬ জনের করোনা ধরা পড়েছে নওগাঁয়। এ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন নওগাঁর ছয়জন। এছাড়া সুস্থ হয়েছেন ৬৩ জন।

নতুন করে রাজশাহীতে তিনজন, চাঁপাইনবাবগঞ্জে দুইজন এবং নাটোর, সিরাজগঞ্জ ও পাবনায় একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন। রাজশাহীতে সবমিলিয়ে করোনা আক্রান্ত হয়েছেন ৪৯ জন। এখানকার আট করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন। করোনাজয় করেছেন এখানকার ১১ জন। এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন রাজশাহীর দুইজন।

এ পর্যন্ত নাটোরে ৫৫ জন, চাঁপাইনবাবগঞ্জে ৫৪ জন, পাবনায় ৩৫ জন এবং সিরাজগঞ্জে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনাজয় করেছেন নাটোরের নয়জন, চাঁপাইনবাবগঞ্জের আটজন, পাবনায় পাঁচজন এবং সিরাজগঞ্জের তিনজন। করোনায় প্রাণ গেছে নাটোর ও সিরাজগঞ্জে একজন করে। এখন হাসপাতালে চিকিৎসাধীন চাঁপাইনবাবগঞ্জের আটজন এবং পাবনায় ও সিরাজগঞ্জে একজন করে।

Advertisement

ফেরদৌস সিদ্দিকী/এএম/পিআর