জাতীয়

ভাড়া বাড়ছে না নৌযানে

দুই মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর রোববার (৩১ মে) থেকে চালু হচ্ছে গণপরিবহন তথা বাস, নৌযান ও ট্রেন। তবে করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চলার কারণে বাসে আগের তুলনায় ভাড়া বাড়ছে। কিন্তু নৌযানের ক্ষেত্রে ভাড়া বাড়ছে না বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ফলে আগের ভাড়াতেই পানিতে ভাসতে যাচ্ছে নৌযান।

Advertisement

এছাড়া সরকারের দেয়া নিয়ম অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ও শারীরিক দূরত্ব নিশ্চিত করেই লঞ্চ চলাচল করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (২৯ মে) বিআইডব্লিউটিএ ভবনে লঞ্চ মালিক সমিতি ও নৌযান শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক। সরকারের সিদ্ধান্ত মোতাবেক আগামী ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী লঞ্চ ও নৌযান পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এ সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদসহ নৌপরিবহন মন্ত্রণালয়, বিআইডিব্লউটিএ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Advertisement

গোলাম সাদেক বলেন, ভাড়া বাড়ানোর বিষয়ে আমাদের মধ্যে কোনো সিদ্ধান্ত হয়নি। শুক্রবারের বৈঠকে মূলত কীভাবে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল শুরু করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। তবে শারীরিক দূরত্বে কারণে যদি যাত্রী কম হয়, সেক্ষেত্রে ভাড়া বাড়ানো নিয়ে লঞ্চ মালিকদের সঙ্গে আলোচনা হবে। তবে জনসাধারণের ওপরে যেন চাপ না পড়ে, সে বিষয়েও লক্ষ্য রাখতে হবে।

এফআর/জেআইএম