ধর্ম

মদিনার মসজিদে নববি সবার জন্য খোলা হবে রোববার

মদিনার মসজিদে নববি সর্ব সাধারণের নামাজর জন্য ৩১ মার্চ মোতাবেক ১৪৪১ হিজরির ৮ শাওয়াল (রোববার) থেকে খুলে দেয়া হবে। মসজিদে নববি খুলে দেয়া হলেও যথারীতি বন্ধ থাকবে পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ। সৌদি সংবাদ সংস্থা (এসপিএ) ও হারামাইন কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

Advertisement

বৈশ্বিক মহামারি করোনার কারণে দীর্ঘ ২ মাস ধরে পবিত্র দুই স্থান মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নববি বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে ওমরাহ কার্যক্রম।

সৌদি আরব দেশটিতে মহামারি করোনার বিস্তাররোধে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ৩১ মে (রোববার) ২০ জুন মোতাবেক ৮ শাওয়াল থেকে ২৮ শাওয়াল পর্যন্ত সময়ের মধ্যে দেশব্যাপী সব মসজিদ পর্যায়ক্রমে মুসল্লিদের নামাজের জন্য খুলে দেয়ার ঘোষণা দিয়েছি দেশটি।

দেশটিতে ওমরাহ কার্যক্রম বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে ওমরাহ। শুধু তাই নয, পবিত্র নগরী মদিনার মসজিদে নববিসহ সৌদি আরবের সব মসজিদ খুলে দেয়া হলেও বন্ধ থাকবে পবিত্র নগরী মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ।

Advertisement

সব মুসল্লি ও জেয়ারতকারীদের পুরিপূর্ণ জীবাণুমুক্তকরণ ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই মসজিদে নববিতে প্রবেশ করতে হবে।

উল্লেখ্য, মদিনার মসজিদে নববিসহ সব মসজিদেই ১৫ মিনিটের মধ্যে নামাজ সম্পন্ন করতে হবে বলেও জানিয়েছেন দেশটির ইসলামিক মন্ত্রণালয়।

এমএমএস/জেআইএম

Advertisement