জাতীয়

পূজা আর জবি ‍দিবসে উৎসবের নগরী পুরান ঢাকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) পুরান ঢাকার প্রাচীনতম বিদ্যাপীঠ। মঙ্গলবার দিনব্যাপি বর্ণাঢ্য আয়োজনে ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষ্যে আলোকসজ্জায় বিশ্ববিদ্যালয়ের ভবন সাজানো হলেও এর আভা যেন পড়েছে সমগ্র পুরান ঢাকায়। কারণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুরান ঢাকার ভবন ও অলিগলি আগে থেকেই সাজানো হয়েছে।মঙ্গলবার সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান ও জবি উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান।এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে লাউড স্পিকার ভাড়া করে নাচে গানে মেতে ওঠেন। জবি দিবস উপলক্ষে মনে হয় যেন সমগ্র পুরান ঢাকা সজ্জিত করা হয়েছে। এদিকে জবি সাংস্কৃতিক ইউনিয়ন বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় এক সচেতনতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এমনিতেই পুরান ঢাকাবাসী অাবহমান কাল থেকেই রাস্তার মোড়ে মোড়ে তোরণ নির্মাণ করে আসছে। পাশাপাশি অলিগলির রাস্তাগুলো করা হয় বাহারি রঙ্গের আলোকসজ্জা। পূজারিরা নতুন পোশাক বৈদিক মন্ত্র উচ্চারণ, চণ্ডিপাঠ, ধূপ-প্রদীপের ধোঁয়া, উলু-ধ্বনি, শঙ্খ আর জয়ঢাকের তালে পুরান ঢাকার বিভিন্ন মন্দির ও মণ্ডপে পাঠ করা হয় দেবির আগমনী গান, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মাঙ্গলিক নৃত্যানুষ্ঠান।মঙ্গলবার ভোর ৫টায় মাঙ্গলিক নানা অনুষ্ঠানে শুরু হয় মহাসপ্তমী। ভক্তবৃন্দ দুর্গতিনাশিনী দেবি দুর্গার কমলচরণে নিবেদন করেন পুষ্পাঞ্জলি। সুখ-সমৃদ্ধি কামনায় সমাগত পুণ্যার্থীবৃন্দের কণ্ঠে সমস্বরে উচ্চারিত হয় শান্তিমন্ত্র। দিনব্যাপি মন্দির-মণ্ডপ এমন নানা কর্মসূচির মধ্যে সনাতন ধর্ম বিশ্বাসীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাদুর্গাষষ্ঠী তিথী।দিনব্যাপি অসাম্প্রদায়িক মানুষ মণ্ডপে ঘুরে ঘুরে পূজা দেখে আবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতেছেন। বিকেলে পুরান ঢাকার লক্ষ্মীবাজার, শাখারীবাজার, নয়াবাজার, কলতাবাজার, তাঁতীবাজারের সনাতন ধর্মের লোকজন বিভিন্ন মন্দির পরিদর্শন করে জবির সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করেন।সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ড্রামা অ্যান্ড মিউজিক বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে যাত্রাপালা প্রদর্শিত হয়। এছাড়া সন্ধ্যায় সাড়ে ৭টায় কনসার্টে দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পী হৃদয় খান এবং পাওয়ার ভয়েসের রাজীব গান পরিবেশন করেন। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বাঁধন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা রক্তদান ও রুক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালিত করে।সুব্রত মণ্ডল/জেডএইচ/এএইচ/বিএ

Advertisement