মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোকলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
ওই ব্যক্তির বাড়ি সদর উপজেলার কোলা গ্রামের বাবু পাড়ায়। তিনি ঈদের কয়েকদিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসে স্বাভাবিকভাবে চলাফেরা করছিলেন। তিনি ঢাকায় পত্রিকা পরিবহনের কাজ করতেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা. মোকলেছুর রহমান জানান, বুধবার দুপুরে ওই ব্যক্তির শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরে বাড়ি থেকে তার নমুনা সংগ্রহ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। শুক্রবার সকালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মুত্যু হয়।
তিনি আরও জানান, মারা যাওয়া ব্যক্তির মরদেহ বিশেষ ব্যবস্থায় দাফনের জন্য উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট আসার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Advertisement
আসিফ ইকবাল/আরএআর/এমএস